আগ্রা পৌছানোর কথা ছিলো আমাদের বিকেল ৫ টায়। কিন্তু আমরা পৌছালাম রাত ১ টায়। নেমেই এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হলাম। চারিদিক থেকে প্রচুর দালাল এসে ঘিরে ধরলো। এবং এসে ভয় দেখাতে লাগলো। বলতে লাগলো, ওদের সাথে না গেলে যদি আমরা নিজেরা কোনো হোটেলে উঠি, তবে পুলিশ এসে আমাদের ধরে নিয়ে যাবে। দালালদের পাশ কাটিতে একটা অটো নিলাম। হোটেল খুজতে লাগলাম।… Read more →
Month: December 2007

ভারতে প্রথম লম্বা ট্রিপ, পর্ব – ১ কলকাতা
২০০৭ সালে আমরা একটা লম্বা টুর দেই। ঢাকা থেকে কলকাতা, এরপর কলকাতা হয়ে আগ্রা, জয়পুর, দিল্লি, এবং দিল্লি থেকে মানালি, মানালি থেকে শিমলা এবং শিমলা থেকে কলকাতা। এই ছিলো আমাদের টূর। আমাদের টুর এর বিশেষ ব্যাপার ছিলো, আমরা সব শহরে এক দিন করে থাকবো, শুধু মানালিতে তিন দিন থাকবো। এই ছিলো প্ল্যান। প্রথমেই বাসে করে ঢাকা থেকে কলকাতা আসলাম। বাসের… Read more →